আমাদের বাংলাদেশ এর বুক চিরে বয়ে গেছে খরস্রোতা পদ্মা নদী। আর এই পদ্মা নদীর উপরে নির্মিত হয়েছে বহুমুখী সড়ক ও রেল সেতু। যার নাম দেওয়া হয়েছে, পদ্মা সেতু। আর বাংলাদেশ এর গৌরবময় ইতিহাস গুলোর তালিকায় পদ্মা সেতু হলো অন্যতম। তাই অনেক সময় আমাদের পদ্মা সেতু নিয়ে ১০ টি বাক্য জানার প্রয়োজন হয়।
আর আপনি যেন, আপনার প্রয়োজনে খুব সহজেই পদ্মা সেতু নিয়ে বাক্য খুজে নিতে পারেন। সে কারণে আজকের লেখায় আমি বাংলা ও ইংরেজি তে মোট ১০ টি করে পদ্মা সেতু নিয়ে বাক্য শেয়ার করবো। যে বাক্য গুলো মাধ্যমে পদ্মা সেতুর গুরুত্বপূর্ণ বিষয় গুলোকে ফুটিয়ে তোলা হবে।
পদ্মা সেতু নিয়ে ১০ টি বাক্য (বাংলা)
সবার শুরুতে আমি আপনাকে পদ্মা সেতু নিয়ে ১০ টি বাক্য বাংলায় বলবো। আর কখনও যদি আপনার প্রয়োজন হয়। তাহলে আপনি নিচে শেয়ার করা এই পদ্মা সেতু নিয়ে বাক্য গুলোকে ব্যবহার করতে পারবেন। যেমন,
- বৃহৎ এই পদ্মা সেতু আমাদের বাংলাদেশ এর তিনটি জেলার মধ্যে অবস্থিত। আর সেই জেলা গুলো হলো, মুন্সিগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর।
- বহুমুখী এই পদ্মা সেতুর দৈর্ঘ্য এর পরিমাপ হলো, ৬.১৫০ মিটার। এবং পদ্মা সেতুর প্রস্থ হলো, ১৮.১০ মিটার।
- সম্পূর্ণ এই পদ্মা সেতুর মধ্যে প্রায় ৪২ টি পিলার রয়েছে। এছাড়াও উক্ত সেতুতে মোট স্প্যান এর সংখ্যা হলো, ৪১ টি।
- পদ্মা সেতুর বিশেষ বৈশিষ্ট্য হলো, এই সেতুর উপরে রয়েছে সড়ক পথ। এবং পদ্মা সেতুর নিচের অংশে রয়েছে রেলপথ।
- পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বরিশাল কে সংযুক্ত করবে।
- ২০১৪ সালে এই পদ্মা সেতু নির্মানের কাজ শুরু হয়। এবং পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হয়, ২০২২ সালের ডিসেম্বর মাসের ১৬ তারিখে।
- পদ্মা সেতু নির্মাণে প্রধান পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন, মোঃ শফিকুল ইসলাম।
- ২০১২ সালে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর চুক্তি বাতিল করে।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন।
- পদ্মা সেতুর মোট পাইলিং এর সংখ্যা হলো, ২৬৪ টি।
উপরে আপনি বাংলায় মোট ১০ টি পদ্মা সেতু নিয়ে বাক্য দেখতে পাচ্ছেন। যে বাক্য গুলোর মাধ্যমে পদ্মা সেতুর গুরুত্বপূর্ণ বিষয় গুলোকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আপনি আপনার প্রয়োজনে এই পদ্মা সেতু নিয়ে বাক্য গুলো ব্যবহার করতে পারবেন।
পদ্মা সেতু নিয়ে ১০ টি বাক্য (ইংরেজি)
আমরা উপরে যে পদ্মা সেতু নিয়ে ১০ টি বাক্য জানলাম। সেই বাক্য গুলো মূলত বাংলা তে রয়েছে। কিন্তুু অনেক সময় আমাদের ইংরেজি তে পদ্মা সেতু নিয়ে ১০ টি বাক্য জানার দরকার হয়। আর আপনার দরকার এর সময় যেন আপনি খুব সহজেই এই বাক্য গুলো খুজে নিতে পারেন। সে কারণে নিচে আমি ইংরেজি তে পদ্মা সেতু নিয়ে ১০ টি বাক্য শেয়ার করলাম।
- The total number of pilings of Padma Bridge is 264.
- Bangladesh Prime Minister Sheikh Hasina inaugurated the Padma Bridge on June 25, 2022.
- In the year 2012, the World Bank canceled the Padma Bridge contract.
- Md. Shafiqul Islam was appointed as the chief director in the construction of Padma Bridge.
- The construction of this Padma Bridge started in 2014. And the construction of Padma Bridge was completed on 16th December 2022.
- The Padma bridge will connect Bangladesh’s capital Dhaka to Barisal.
- The special feature of Padma Bridge is that there is a road on top of this bridge. And under the Padma bridge is the railway.
- There are about 42 pillars in the entire Padma Bridge. Also, the total number of spans in the bridge is 41.
- The length of this versatile Padma Bridge is 6.150 meters. And the width of Padma Bridge is 18.10 meters.
- This large Padma Bridge is located between three districts of Bangladesh. And those districts are Munshiganj, Madaripur, and Shariatpur.
তো উপরে আপনি যে পদ্মা সেতু নিয়ে ১০ টি বাক্য ইংরেজি তে দেখতে পাচ্ছেন। সেগুলো আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।
পদ্মা সেতু নিয়ে আমাদের শেষকথা
প্রিয় পাঠক, আজকে আমি বাংলা ও ইংরেজি তে পদ্মা সেতু নিয়ে ১০ টি বাক্য শেয়ার করেছি। যে বাক্য গুলোর মাধ্যমে পদ্মা সেতুর গুরুত্বপূর্ণ তথ্য গুলো উল্লেখ করা হয়েছে। আর আপনি যদি এই ধরনের অজানা বিষয় গুলো সবার আগে জানতে চান। তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ।
Leave a Reply