আজকের পোস্টটা সম্পূর্ণ পড়লে আপনি বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে বলতে বা লিখতে পারবেন ইনশাল্লাহ। বিভিন্ন চাকরি পরীক্ষাতেও এই বিষয়ে জিজ্ঞেশ করতে পারে। তাছাড়া আমরা যেহেতু বাংলাদেশে বাস করি সেহেতু আমাদের প্রত্যেকেরই উচিৎ নিজ দেশ সম্পর্কে অন্তত ১০টি বাক্য ইংরেজিতে জেনে রাখা। তো চলুন আর দেরি না করে আমরা বাংলাদেশ সম্পর্কে ইংরেজিতে ১০টি বাক্য জেনে নি।
বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে
বাংলাদেশ সম্পর্কে বলতে গেলে কয়েক হাজার বাক্য লিখেও শেষ হবে না। যেহেতু আমাদের ১০ টি বাক্য বলতে বা লিখতে হবে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের প্রাধান কিছু ইতিহাস নিয়ে লিখতে পারি।
1. Bangladesh is the most beautiful country in Asia.
2. Bangladesh is called the land of thirteen hundred rivers.
3. The area of Bangladesh is 1 lakh 47 thousand 570 square kilometers.
4. The current population is more than 16 crores.
5. Bangladesh is an independent sovereign country.
6. Bangladesh was established as an independent and sovereign country in 1971.
7. Bangladesh is the eighth most populous country in the world.
8. Bangladesh is a country of diverse six seasons.
9. Bangladesh is the eastern part of the rising sun.
10. Bangladesh’s export-oriented garment industry is particularly well-known throughout the world.
আরো পড়ুনঃ স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য বাংলা এবং ইংরেজিতে শিখে নিন
বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য
10 sentences about Bangladesh: বিভিন্ন সময় আমাদের বাংলাদেশ সম্পর্কে নির্দিষ্ট কিছু বাক্য সংগ্রহ করার প্রয়োজন হয়। আর সে কারনে আমরা অনেকেই আমাদের দেশ সম্পর্কে মানানসই বাক্য গুলো কে খুজে থাকি।
তো আপনিও যদি বাংলাদেশ সম্পর্কে অর্থবোধক বাক্য খুজে থাকেন। তাহলে নিচের আলোচনায় নজর রাখুন। কারন, এবার আমি আপনার জন্য বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য বলবো। যে গুলো আপনার কাছে অনেক ভালো লাগবে।
বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য বাংলাতে
তো সবার শুরুতে আপনি আপনাকে বাংলা ভাষায়, আমাদের দেশ সম্পর্কে মোট ১০ টি বাক্য বলবো। আর সেই বাক্য গুলো হলো,
- আমাদের বাংলাদেশ একটি স্বাধীন স্বার্বভৌম দেশ। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৬ ই ডিসেম্বর দেশকে স্বাধীন করতে পেরেছিলো।
- যখন পশ্চিম পাকিস্থানের কাছ থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তখন দেশে আমাদের বাংলাদেশের নিজস্ব সংবিধান জারি করা হয়েছে। আর তখন থেকে আমাদের দেশের সাংবিধানিক নাম রাখা হয়েছে, গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ।
- আমাদের সোনার বাংলাদেশের মধ্যে ১৯৯১ সালে পুনরায় গনতান্ত্রিক শাসন ব্যবস্থার সূচনা হয়েছিলো।
- পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশ আয়তনের দিক থেকে অনেক ছোট একটি দেশ। অথচ, পৃথিবীর জনবহুল দেশ গুলো তালিকা তে বাংলাদেশ এখনও অষ্টম পর্যায়ে অবস্থান করে আছে।
- বাংলাদেশ সবুজ শ্যামলে ঘেরা অপরুপ প্রকৃতির একটি দেশ। যে দেশে পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন অবস্থিত।
- আমাদের বাংলাদেশ এর মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মানুষ ইসলাম ধর্ম পালন করে।
- আমাদের দেশ আয়তনের দিক থেকে অন্যান্য দেশের তুলনায় অনেক ছোট। কিন্তুু তারপরেও আমাদের দেশ পোশাক তৈরি শিল্পে যথেষ্ট অবদান রাখতে পেরেছে।
- এখনও আমাদের দেশের অধিকাংশ জমিতে ধান চাষ করা হয়। তবে ধানের পাশাপাশি অনেকেই গম,ভূট্টা ইত্যাদি চাষাবাদ করে।
- আমাদের দেশের অনেক জায়গা এখনও গ্রামীণ পরিবেশের অন্তর্ভূক্ত রয়েছে। যেখানে আমরা আমাদের দেশের গ্রামীন পরিবেশের স্বাদ নিতে পারবো।
- বাংলাদেশ কে অনেকেই অনেক নামে চিনে। যেমন, কারো কাছে গানের দেশ, কারো কাছে কবির দেশ। আবার কারো কারো কাছে, বাংলাদেশ হলো বীরের দেশ।
তো উপরের তালিকা তে আপনি বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য দেখতে পাচ্ছেন। তো আমার দীর্ঘ বিশ্বাস আছে যে, আজকের আলোচিত বাংলাদেশ সম্পর্কে লেখা বাক্য গুলো আপনার অনেক ভালো লাগবে।
আরো পড়ুনঃ মুক্তিযুদ্ধ সম্পর্কে ১০টি বাক্য বাংলা এবং ইংরেজিতে শিখে নিন
বাংলাদেশ সম্পর্কে কিছু বাক্য
এতক্ষন এর আলোচনা থেকে আমরা বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য জানতে পেরেছি। তো এবার আমি আপনাকে আরো কিছু বাংলাদেশ সম্পর্কে বাক্য বলবো। যেগুলো আপনার অবশ্যই একবার পড়া উচিত। যেমন,
- প্রতি বছর ১৬ই ডিসেম্বর আমাদের বাংলাদেশে বিজয় দিবস পালন করা হয়। কেননা, এই দিনে পাক হানাদার বাহিনীর হাত থেকে বাঙ্গালীরা বিজয় লাভ করতে পেরেছিল।
- আমাদের দেশে রয়েছে অনেক পর্যটন স্থান। আর সেই পর্যটক স্থান গুলো দেখার জন্য। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, আমাদের বাংলাদেশে ঘুরতে আসে।
- বাংলাদেশ একটি ছোট্ট ভূখন্ড হলেও। এই দেশের মধ্যে বিভিন্ন ধর্মের মানুুষ বসবাস করে।
- পুরো পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশ হলো এমন একটি দেশ। যারা নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য জীবন দিয়েছিলো।
- সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, বর্তমান সময়ে আমাদের দেশের মোট জনসংখ্যা পরিমান হলো, প্রায় ১৮ কোটি।
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের জন্য জাতীয় সংগীত লিখেছেন।
- আমাদের বাংলাদেশ এর মধ্যে আছে পদ্মা সেতুর উপরে নির্মিত পদ্মা সেতু। যে সেতুটি ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লক্ষ টাকা।
তো উপরের তালিকা তে আপনি বেশ কিছু বাংলাদেশ সম্পর্কে বাক্য বাংলায় দেখতে পাচ্ছেন। তবে আপনি যদি ইংরেজিতে বাংলাদেশ সম্পর্কে বাক্য জানতে চান। তাহলে উপর থেকে পড়ে নিন।
আমাদের শেষকথা
প্রিয় পাঠক, বিভিন্ন সময় আমদের বাংলাদেশ সম্পর্কে বাক্য খোজার দরকার হয়। তো আপনি যেন অর্থবোধক সব বাংলাদেশ সম্পর্কে বাক্য গুলো জানতে পারেন। সে কারণে আজকের এই লেখাটি পাবলিশ করা হয়েছে।
আর আপনি যদি এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য গুলো সবার আগে জানতে চান। তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়মতি ভিজিট করবেন। ধন্যবাদ।
আসা করি উপরে দেওয়া ১০টি বাক্য আপনি সব জাইগাতে ব্যবহার করতে পারবেন। বাংলাদেশ সম্পর্কে প্রধান কিছু বাক্য এখানে দেওয়া হয়েছে যেমন বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে, বাংলাদেশের আয়তন, বাংলাদেশের জনসংখা সম্পর্কে, বাংলাদেশের ঋতু সম্পর্কে, বাংলাদেশ বিশ্বের মদ্ধে পরিচিত কিভাবে ইত্তাদি।
আমাদের কাছ থেকে আপনারা আর কি কি বিষয়ে জানতে চান নিচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট থেকেই আমরা পরবর্তী পোস্ট লিখব।
Leave a Reply