RFL Web Do কি? RFL Web Do ব্যবহার এর নিয়ম

What is RFL Web Do: সহজ কথায় বলতে গেলে, বাংলাদেশের মধ্যে থাকা ডিলারদের জন্য অনলাইন ভিত্তিক একটি পোর্টাল এর নাম হলো, RFL Web Do. যেটি আপনি অনলাইন থেকে সরাসরি ভাবে পরিচালনা করতে পারবেন। এবং আরএফএল কোম্পানির সকল প্রোডাক্ট এর যাবতীয় তথ্য গুলো জেনে নিতে পারবেন। তবে এই RFL Web Do ব্যবহার করার জন্য আপনার আগে থেকেই রেজিষ্ট্রেশন করা থাকতে হবে।

প্রিয় পাঠক, আমরা সকলেই জানি যে আমাদের বাংলাদেশের মধ্যে অন্যান্য সকল ব্রান্ড এর তুলনায়। আরএফএল হলো অধিক পরিচিতি একটি ব্রান্ড এর নাম। আর আপনি যদি উক্ত কোম্পানির ডিলারশীপে যুক্ত হতে চান। তাহলে আপনি উক্ত কোম্পানির যাবতীয় প্রোডাক্ট এর বিষয়ে অনলাইন থেকে সকল তথ্য জেনে নিতে পারবেন।

আর এই RFL Web Do কে কিভাবে ব্যবহার করতে হয়। সেই বিষয় গুলো জানিয়ে দেওয়ার জন্যই এই আর্টিকেল টি লেখা হয়েছে। যদি আপনি RFL Web Do সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাহলে এই লেখা টি মন দিয়ে পড়ুন।

 

RFL Web Do কি?

সবার প্রথমে আপনাকে জানতে হবে যে, RFL Web Do কি। তো এটি হলো, আরএফএল কোম্পানি থেকে প্রদান করা অনলাইন ভিত্তিক পোর্টাল। যেখানে আপনি একজন রেজিষ্টারকৃত ডিলার হতে পারলে। উক্ত অনলাইন পোর্টাল থেকে আরএফএল কোম্পানির সকল মালামাল এর তথ্য জানতে পারবেন। এবং আপনি আপনার প্রয়োজনে RFL Web Do থেকে বিভিন্ন পন্যের অর্ডার করতে পারবেন।

 

RFL Web Do এর কাজ কি?

উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম, RFL Web Do কি। তো এবার আমাদের জানতে হবে যে, RFL Web Do এর কাজ কি। আর এই অনলাইন ভিত্তিক পোর্টাল টি মূলত ২ টি কাজে ব্যবহার করা হয়ে থাকে। যেমন,

  1. ডিলারদের নতুন নতুন মালামাল সম্পর্কে জানানো
  2. ডিলারদের প্রয়োজনীয় প্রোডাক্ট কেনার অর্ডার গ্রহন করা।

হুমম, আপনি যদি RFL Web Do এর অনলাইন পোর্টাল এর মধ্যে প্রবেশ করেন। তাহলে আপনি সেখান থেকে এই দুটি কাজ করতে পারবেন।

 

RFL Web Do ব্যবহার করার জন্য কি কি লাগে?

দেখুন, গুগলে গিয়ে RFL Web Do লিখে সার্চ করলে। সবার প্রথমে আপনি তাদের ওয়েবসাইট টি দেখতে পারবেন। কিন্তুু এই ওয়েবসাইট এর মধ্যে সব ধরনের মানুষ প্রবেশ করতে পারবেন না। এর মূল কারণ হলো, আপনি যদি RFL Web Do ব্যবহার করতে চান। তাহলে আপনাকে আরএফএল কোম্পানি এর পক্ষ থেকে রেজিষ্টারকৃত ডিলার হতে হবে।

কারণ, প্রথমবারের মতো যখন আপনি তাদের অনলাইন ভিত্তিক পোর্টাল এর মধ্যে প্রবেশ করবেন। তখন আপনাকে Username এবং Password প্রদান করতে হবে। কিন্তুু এই ইউজারনেম এবং পাসওয়ার্ড শুধু তাদের কাছেই থাকবে। যারা মূলত ইতিমধ্যেই আরএফএল কোম্পানির ডিলারশীপে যুক্ত আছে।

আর যখন আপনি তাদের কোম্পানি তে ডিলারশীপ হিসেবে যুক্ত থাকবেন। তখন কোম্পানি থেকে আপনাকে এটি ইউজারনেম এবং পাসওয়ার্ড প্রদান করা হবে। যার মাধ্যমে আপনি RFL Web Do তে লগ ইন করে তাদের অনলাইন পোর্টাল কে ব্যবহার করতে পারবেন।

 

কিভাবে RFL Web Do তে কাজ করবেন?

আমরা এতক্ষন থেকে RFL Web Do সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পেরেছি। তবে এবার আমরা জানবো যে, কিভাবে RFL Web Do তে কাজ করতে হয়। আর আপনি যদি আরএফএল ওয়েব ডুও তে কাজ করতে চান। তাহলে আপনাকে যে সকল নিয়ম ফলো করতে হবে। সেই নিয়ম গুলো নিচে ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হলো। যেমন,

প্রথম ধাপঃ RFL Web Do ওয়েবসাইট খুজে নিন

তো আপনি যদি RFL Web Do তে কাজ করতে চান। তাহলে সর্বপ্রথম আপনাকে তাদের অফিশিয়াল ওয়েবসাইট খুজে নিতে হবে। আর সেজন্য আপনাকে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগলে যেতে হবে। তারপর ”RFL Web Do” লিখে সার্চ করতে হবে।

এরপর সবার প্রথমে আপনি যে ওয়েবসাইট এর লিংক দেখতে পারবেন। সেই ওয়েবসাইট এর লিংকে ক্লিক করবেন। অথবা আপনি চাইলে সরাসরি এখানে ক্লিক করে উক্ত ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করতে পারবেন।

 

দ্বিতীয় ধাপঃ RFL Web Do তে ইউজারনেম ও পাসওয়ার্ড দিন

এবার আরএফএল কোম্পানি থেকে আপনাকে যে ইউজারনেম ও পাসওয়ার্ড প্রদান করা হয়েছিলো। সেটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আর আপনি যখন এই তথ্য গুলো প্রদান করার পর Log in এর মধ্যে ক্লিক করবেন। তখন আপনি সরাসরি তাদের অনলাইন ভিত্তিক পোর্টাল এর মধ্যে প্রবেশ করতে পারবেন।

 

RFL Web Do এর মধ্যে কি কি আছে?

যখন আপনি উপরে দেখানো পদ্ধতি গুলো ফলো করে RFL Web Do তে লগ ইন করবেন। তারপর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। আর সেই পেজ এর মধ্যে আপনি বেশ কিছু তথ্য দেখতে পারবেন।

তবে এখানে থাকা তথ্য গুলো যেন আপনার বুঝতে অসুবিধা না হয়। সে কারনে এবার আমি আপনাকে খুব সহজ ভাবে উক্ত বিষয় গুলো ধাপে ধাপে বুঝিয়ে দিবো। যেমন,

  1. Order Entry: এখান থেকে আপনি আরএফএল কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। এবং অর্ডারকৃত প্রোডাক্ট এর পরিমান উল্লেখ করতে পারবেন।
  2. Active Order: আপনি আসলে কোন কোন প্রোডাক্ট কেনার জন্য অর্ডার করেছেন। সেগুলোর তালিকা এই অপশন থেকে দেখতে পারবেন।
  3. product info: উক্ত কোম্পানি তে যে সকল নতুন ও পুরাতন প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্ট এর বিস্তারিত তথ্য গুলো এই অপশন থেকে দেখে নিতে পারবেন।
  4. Undelivered: আপনি অলরেডি প্রোডাক্ট অর্ডার করছেন। কিন্তুু সেগুলো এখনও ডেলিভারি করা হয়নি। সেগুলোর তালিকা এখান থেকে দেখতে পারবেন।
  5. Damage entry: আপনি একজন আরএফএল কোম্পারি ডিলার হয়ে। যে সকল পন্য বর্তমানে ড্যামেজ হয়ে আছে। সেগুলো আপনি এখান থেকে এন্ট্রি করে নিতে পারবেন।
  6. Damage Approve status: আপনি আপনার নিকট থাকা ড্যামেজ প্রোডাক্ট গুলো এন্ট্রি করছেন। এবং সেই এন্ট্রি এর বর্তমান অবস্থা সম্পর্কে বর্তমান তথ্য গুলো এখান থেকে দেখতে পারবেন।
  7. MR status: প্রতিটা ডিলারশীপ তাদের এমআর স্ট্যাটাস সম্পর্কে এখান থেকে জেনে নিতে পারবেন।
  8. Cancel do: আরএফএল ওয়েব ডিও তে করা কোনো অর্ডার যদি আপনি করতে চান। কিংবা সকল অর্ডার বাতিল করার তথ্য জানতে চান। তাহলে সেগুলো আপনি এই অপশনে দেখতে পারবেন।
  9. Hidden do: অনেক ধরনের প্রোডাক্ট এর অর্ডার যদি আপনি হাইড বা লুকিয়ে রাখেন। তাহলে সেগুলোর তালিকা সম্পর্কে উক্ত অপশনে জানতে পারবেন।
  10. Incentive offer: আরএফএল কোম্পানি থেকে যে সকল অফার এখনও একটিভ করা হয়নি। তা এখান থেকে দেখে নেওয়া যাবে।
  11. Complain: আরএফএল কোম্পানির একজন ডিলারশীপ হয়ে যদি আপনার কোনো ধরনের মতামত বা অভিযোগ থাকে। তাহলে আপনি সেগুলো এই অপশন থেকে জানিয়ে দিতে পারবেন।
  12. Change password: আরএফএল ওয়েব ডিও তে লগ ইন করার সময় যে পাসওয়ার্ড দিতে হয়। যদি আপনি সেটি পরিবর্তন করতে চান। তাহলে আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন।
  13. Log out: আপনি যে ইউজার আইডি দিয়ে আরএফএল ওয়েব ডিও তে প্রবেশ করেছেন। সেই একাউন্ট টি থেকে বের হয়ে আসার জন্য Log out এর মধ্যে ক্লিক করতে হবে।

তো যখন আপনি প্রথমবার RFL Web Do তে প্রবেশ করবেন। এবং প্রবেশ করার পর যে সকল অপশন দেখতে পারবেন। সেই সকল অপশন গুলো সম্পর্কে উপরে বিস্তারিত বলা হয়েছে। আশা করি, এখন আপনি সেই অনলাইন পোর্টাল এর সকল বিষয় গুলো সম্পর্কে বুঝতে পারবেন।

 

কিভাবে RFL Web Do তে Order Entry করবেন?

এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, আমি সবকিছু বুঝলাম। কিন্তুু এখানে আমি কিভাবে অর্ডার এন্ট্রি করবো। তো যারা আসলে এই বিষয়টি কে খুব কঠিন কাজ মনে করছেন। তাদের বলে রাখি যে, আপনি চাইলে খুব সহজেই RFL Web Do করতে পারবেন।

কারন, আপনাদের মতো ডিলারদের সুবিধার কথা বিবেচনা করেই এই অনলাইন ভিত্তিক পোর্টাল এর ব্যবস্থা করা হয়েছে। আর উক্ত কাজটি করার জন্য আপনাকে নিচে দেখানো পদ্ধতি গুলো ফলো করতে হবে। যেমন,

  1. সবার প্রথমে আপনাকে RFL Web Do তে লগ ইন করতে হবে।
  2. তারপর আপনাকে বামপাশের মেনু বারে ক্লিক করতে হবে।
  3. এখন আপনি ‘Order Entry’ নামক একটি অপশন দেখতে পারবেন।
  4. আপনাকে সেই অপশন এর মধ্যে ক্লিক করতে হবে।
  5. এবার আপনাকে বিভিন্ন ধরনের পন্যের আইটেম দেখানো হবে।

তো এখন আপনাকে আপনার পছন্দের আইটেম গুলো সিলেক্ট করতে পারবেন। এবং আপনি আসলে কি পরিমান পন্য অর্ডার করতে চান। তার কোয়ান্টিটি এখান থেকে নির্ধারন করে দিতে পারবেন।

 

কিভাবে RFL Web Do তে Order Active করবেন?

উপরে দেখানো পদ্ধতি ফলো করে আপনি RFL Web Do আপনার প্রয়োজনীয় মালমাল এর অর্ডার এন্ট্রি করতে পারবেন। তবে তারপর আপনাকে অবশ্যই সেই অর্ডার ‍গুলো একটিভ করতে হবে। কেননা, যখন আপনি আপনার অর্ডার একটিভ করবেন। তারপর কোম্পানি আপনার অর্ডার সম্পর্কে জানতে পারবে।

আর যখন আপনি আপনার প্রোডাক্ট এন্ট্রি করবেন। তারপর আপনি বাম পাশের অপশনের মধ্যে থাকা “Active Order” নামের একটি অপশন দেখতে পারবেন। এখন সেই অপশন এর মধ্যে ক্লিক করার পর আপনি আপনার অর্ডার একটিভ করতে পারবেন। এবং এরপর কোম্পানি আপনর অর্ডার সম্পর্কে জানতে পারবে।

এবং অর্ডার একটিভ হওয়ার পর, আপনিও আপনার অর্ডার এর যাবতীয় তথ্য গুলো দেখতে পারবেন। যেমন,

  1. আপনার অর্ডার এর তারিখ ও সময়,
  2. আপনার অর্ডার এর নম্বর,
  3. অর্ডার এর প্রোডাক্ট কোয়ান্টিটি,

আশা করি, RFL Web Do তে কিভাবে অর্ডার একটিভ করতে হয়। সে সম্পর্কে আপনি পরিস্কার ভাবে বুঝতে পেরেছেন।

কিভাবে RFL Web Do তে Damage Entry করবেন?

আরএফএল ওয়েব ডিও তে থাকা অন্যান্য কাজের মতো খুব সহজেই ড্যামেজ এন্ট্রি করা যায়। মূলত আমরা যারা আরএফএল এর ডিলারশীপ নিয়েছি। তারা বেশ ভালো করেই জানি যে, কোনো প্রোডাক্ট যদি ড্যামেজ হয়ে যায়। এবং সেই ড্যামেজ হওয়া প্রোডাক্ট গুলো যদি ফেরত নেওয়ার মতো যোগ্য হয়। তাহলে আপনি পুনরায় সেই প্রোডাক্ট গুলো কে ফেরত দিতে পারবেন।

আর আপনি যদি এই কাজটি RFL Web Do থেকে করতে চান। তাহলে আপনাকে প্রথমে তাদের পোর্টাল এর মধ্যে লগ ইন করতে হবে। তারপর আপনাকে বামপাশে থাকা “Damage Entry” নামক অপশন এর মধ্যে ক্লিক করতে হবে।

এবং যখন আপনি উক্ত অপশন এর মধ্যে ‍ক্লিক করবেন। তারপর আপনার নিকট যে সকল ড্যামেজ প্রোডাক্ট আছে। সেগুলো বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। আর যখন আপনি এই যাবতীয় তথ্য গুলো প্রদান করবেন। তারপর সেই রিকুয়েষ্ট টি সরাসরি কোম্পানির কাছে চলে যাবে।

 

কিভাবে আপনার Damage Entry Status Check করবেন?

তো আপনি যখন একজন ডিলার হয়ে আপনার ড্যামেজ প্রোডাক্ট গুলো পুনরায় ফেরত দেওয়ার জন্য এন্ট্রি করবেন। তারপর আপনার রিকুয়েষ্ট কোম্পানি একসেপ্ট করবে কিনা, তা আপনি খুব সহজে নিজের ঘরে বসে অনলাইনে চেক করে নিতে পারবেন। আর এই চেক করার পদ্ধতি কে বলা হয়, Damage Entry Status Check.

আর আপনি যদি এটি চেক করতে চান। তাহলে আপনাকে তাদের অনলাইন পোর্টাল এর মধ্যে প্রবেশ করার পর “Damage Entry Status” এর মধ্যে ক্লিক করতে হবে। আর উক্ত অপশন থেকে কোম্পানি আপনার ড্যামেজ প্রোডাক্ট ফেরত নিতে চায় কিনা। সেটি সম্পর্কে আপডেট তথ্য ‍টি জানতে পারবেন।

 

RFL Web Do তে কিভাবে ব্যালেন্স বা টাকা যুক্ত করবেন?

দেখুন, RFL Web Do তে আপনি আপনার ডিলার এর সকল প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারলেও। আপনি অনলাইন থেকে তাদের কে পেমেন্ট করতে পারবেন না। কেননা, এখান থেকে পেমেন্ট করার মতো এখনও কোনো ধরনের সিস্টেম চালু হয়নি।

তবে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, কিভাবে RFL Web Do তে টাকা এড করবো?

তো আপনার মনে যদি এমন প্রশ্ন জেগে থাকে। তাহলে শুনুন, যখন আপনি ডিলারশীপ নিবেন। তখন আপনাকে সরাসরি কোম্পানি তে টাকা জমা দিতে হবে। এবং আপনি যে পরিমান টাকা জমা দিবেন। সেই টাকা গুলো আপনার MR এর মধ্যে গিয়ে জমা হয়ে থাকবে।

আর এখানে একটা বিষয় বলে রাখা উচিত। সেটি হলো, মনে করুন আপনি একজন ডিলার। আর এখন আপনি যখন তাদের থেকে কোনো ধরনের প্রোডাক্ট কিনবেন। তখন আপনার কাছে যদি কোম্পানি টাকা পায়, তাহলে আপনার প্রোডাক্ট কেনার সময় টাকার অংকের মধ্যে কোনো ধরনের চিহ্ন থাকবে না।

কিন্তুু যখন আপনি একজন ডিলার হয়ে কোনো প্রোডাক্ট কিনবেন। তখন আপনার প্রোডাক্ট কেনার বিনিময়ে যে পরিমান টাকা হবে। সেই টাকার পরিমান এর সামনে একটি (-) চিহ্ন থাকবে। অর্থ্যাৎ, আপনার টাকার পরিমান যদি -10,000 হয়। তাহলে আপনি সেই পরিমান টাকা দিয়ে মালামাল কিনতে পারবেন।

RFL Web Do তে Item order করলে কোনো Information আসেনা কেন?

অনেক সময় একটা বিষয় আপনারা প্রায়ই লক্ষ্য করতে পারবেন। সেটি হলো, যখন আপনি একজন ডিলার হয়ে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো অর্ডার করবেন। তখন দেখা যাবে যে, অর্ডার করার সময় কোনো ধরনের ইনফরমেশন শো করছে না। আর এমনটা হওয়ার বিশেষ একটি কারণ আছে।

সেটি হলো, যদি আপনার অর্ডার করার প্রোডাক্ট তাদের কাছে Available থাকে। তাহলে আপনি সেই প্রোডাক্ট সম্পর্কিত সকল ইনফরমেশন গুলো দেখতে পারবেন। কিন্তুু যদি আপনার অর্ডার করা প্রোডাক্ট গুলো কোম্পানির কাছে Available না থাকে। তাহলে কিন্তু আপনি কোনো ধরনের ইনফরমেশন দেখতে পারবেন না।

তাই যদি আপনি আপনার অর্ডার করার সময় প্রোডাক্ট এর কোনা ধরনের ইনফরমেশন দেখতে না পারেন। তাহলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বরং আপনার সেই প্রোডাক্ট গুলো কোম্পানিতে পর্যাপ্ত না থাকার কারণে এই ধরনের সমস্যা ‍গুলো হয়ে থাকে।

RFL Web Do সম্পর্কে আমাদের শেষকথা

প্রিয় পাঠক, আমরা প্রতিনিয়ত আপনাদের অজানা বিষয় গুলো কে খুব সহজ ভাষায় জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য, আজকে আমি আপনাকে RFL Web Do কি। এবং RFL Web Do ব্যবহার করার নিয়ম গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য গুলো জানিয়ে দিয়েছি।

আশা করি, আজকের এই আর্টিকেল থেকে RFL Web Do (আরএফএল ওয়েব ডিও) সম্পর্কে যাবতীয় বিষয় গুলো বুঝতে পেরেছেন। তবে এরপরও যদি আপনার RFL Web Do সম্পর্কে কোনো কিছু জানার থাকে। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*