মুক্তিযুদ্ধ হলো আমাদের বাঙ্গালীদের সর্বোচ্চ অর্জন। মুক্তিযুদ্ধ হলো আমাদের বাংলাদেশের অহংকার। তাই অনেক সময় আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে বাক্য জানার প্রয়োজন হয়। তাই এবার আমি আপনাকে বাংলা ও ইংরেজি তে মোট ১০ টি করে বাক্য বলবো। আশা করি, মুক্তিযুদ্ধ নিয়ে এই বাক্য গুলো আপনার অনেক ভালো লাগবে।
মুক্তিযুদ্ধ নিয়ে ১০ টি বাক্য (বাংলা)
সবার শুরুতে আমি আপনাকে বাংলা ভাষায় মুক্তিযুদ্ধ নিয়ে মোট ১০ টি বাক্য বলবো। যে বাক্য গুলোর মধ্যে মুক্তিযুদ্ধের তাৎপর্যকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর মুক্তিযুদ্ধ নিয়ে সেই বাক্য গুলো নিচে উল্লেখ করা হলো।
- আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিলো ১৯৭১ সালে।
- ২৫ শে মার্চ কালো রাতে পাক বাহিনি নির্মম ভাবে ঘুমন্ত বাঙ্গালীর উপর গুলি বর্ষন চালিয়েছিলো।
- পাকিস্তানি হায়নাদের থেকে বাংলাদেশকে মুক্ত করার লক্ষ্য যে যুদ্ধ করা হয়েছিলো। সেই যুদ্ধ কে বলা হয়, মুক্তিযুদ্ধ।
- মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করার জন্য প্রায় ৩০ লাখ নিরীহ বাঙ্গালী কে শহীদ হতে হয়েছে।
- এছাড়াও মুক্তিযুদ্ধের সময় এই দেশের অসংখ্য নারীদের সম্ভ্রমহানী হয়েছে।
- মুক্তিযুদ্ধের সময় সবার মুখে একটি মাত্র স্লোগান ছিলো। আর সেটি হলো, “জয় বাংলা”।
- দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙ্গালীরা এ দেশ কে স্বাধীন করতে পেরেছিলো।
- মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশ পাকিস্তানের একটি অংশ ছিলো। যার নাম ছিলো, পূর্ব পাকিস্তান।
- বাংলাদেশ এর ইতিহাসে মুক্তিযুদ্ধ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা।
- মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা সংগ্রামের ঘোষনা দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
যারা আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কে ১০ টি বাক্য জানতে চেয়েছেন। তাদের জন্য উপরে মুক্তিযুদ্ধ নিয়ে ১০ টি বাক্য শেয়ার করা হয়েছে। আপনি চাইলে উল্লেখিত এই বাক্য গুলো আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।
আরো পড়ুনঃ বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে ও বাংলাতে শিখে নিন
মুক্তিযুদ্ধ নিয়ে ১০ টি বাক্য (ইংরেজি)
আমরা উপরের আলোচনা থেকে মুক্তিযুদ্ধ নিয়ে মোট ১০ টি বাক্য বাংলা ভাষায় জানতে পেরেছি। তবে অনেক সময় আমাদের ইংরেজিতে মুক্তিযুদ্ধ নিয়ে ১০ টি বাক্যর প্রয়োজন হয়। আর আপনার প্রয়োজনে যেন ইংরেজি মুক্তিযুদ্ধের বাক্য গুলো খুজে নিতে পারেন। সে কারণে এবার আমি আপনাকে ইংরেজিতে মোট ১০ টি মুক্তিযুদ্ধ নিয়ে বাক্য শেয়ার করলাম।
- The Bangladesh liberation war started in 1971.
- Bangabandhu Sheikh Mujibur Rahman announced the freedom struggle during the liberation war.
- The liberation war is one of the most important events in the history of Bangladesh.
- Bangladesh was a part of Pakistan before the liberation war. Which was called East Pakistan.
- The Bengalis were able to liberate this country during the nine-month liberation war.
- During the liberation war, everyone had only one slogan. And that is, “Joy Bangla”.
- Also, many women of this country lost their dignity during the liberation war.
- About 3 million innocent Bengalis had to be martyred to make this country independent by the liberation war.
- The war was fought to free Bangladesh from the Pakistani hyenas. That war is called the Liberation War.
- The dark night of March 25, Pak Army fired on the Bengalis while sleeping.
মুক্তিযুদ্ধ নিয়ে বাংলা বাক্যের পাশাপাশি উপরে আপনি ইংরেজি তে মুক্তিযুদ্ধ নিয়ে ১০ টি বাক্য দেখতে পাচ্ছেন। যেগুলো আপনি আপনার প্রয়োজনের সময় ব্যবহার করতে পারবেন।
আরো পড়ুনঃ স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য বাংলা এবং ইংরেজিতে শিখে নিন
আপনার জন্য কিছুকথা
প্রিয় পাঠক, সবার আগে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য। আর আজকের আলোচনায় আমি আপনাকে বাংলা ও ইংরেজি তে মুক্তিযুদ্ধ নিয়ে ১০ টি বাক্য বলেছি। আর আমার দীর্ঘ বিশ্বাস যে এই বাক্য গুলো আপনার অনেক ভালো লাগবে।
আর আপনি যদি এই ধরনের হেল্পফুল তথ্য গুলো সবার আগে পেতে চান। তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
Leave a Reply