এইমাত্র পাওয়া বিজিবি নিয়োগ ২০২১ সার্কুলার ৯৮ তম ব্যাচ এ সিপাহি পদে জনবল নিয়োগ দেবে। চাইলে আপনিও বিজিবিতে যোগ দিয়ে সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হতে পারেন।আগ্রহিরা আবেদন করতে পারবেন অনলাইন ও মোবাইল ফোনের এসএমএস এর মাদ্ধমে। নারী পুরুষ উভয়ই এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন।
বাংলাদেশ বিজিবি নিয়োগ ২০২১ সার্কুলার
পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষদের ওজন ৮৯.৮৯৫ কেজি এবং নারী প্রার্থীর ওজন ৪৭.১৭৩ কেজি। পুরুষদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।
পদের নামঃ | সিপাহি (জিডি) |
পদ সংখ্যাঃ | উল্লেখিত নয় |
শিক্ষাগত যোগ্যতাঃ | এসএসসি/সমমানে কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসিতে কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। |
বিজিবি বেতন স্কেল ২০২১ঃ
|
৯,০০০ থেকে ২১,৮০০ টাকা (২০১৫ অনুযায়ী) |
বয়সঃ | ১৮ থেকে ২৩ বছর। |
বৈবাহিক অবস্থাঃ | অবিবাহিত |
আবেদনযোগ্য স্থানঃ | বাংলাদেশের যেকোন জেলা |
আবেদন ফিঃ | ১৫০টাকা |
আবেদন শুরুঃ | ১৫/১০/২০২১ |
আরও পড়ুন সেনাবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের ২৪ অক্টোবরের মধ্যে টেলিটক প্রিপেইড মুঠোফোন থেকে ইংরেজিতে এসএমএস দিয়ে নিবন্ধন করতে হবে।এসএমএস করার পুরো সিস্টেম টা ভালোভাবে বোঝার জন্য নিচে দেওয়া সার্কুলার ইমেজ দেখুন।
আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত আরও ভালোভাবে জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
আমি এখানে চাকরি করতে পারলে নিজেকে ধন্য মনে করবো