বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ আজই প্রকাশ হলো।প্রতিষ্ঠানটি ২৬৯ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহি ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ১৩ জুলাই। প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে।
পদের নাম | পদ সংখ্যা |
জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট | ০৮ |
ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস | ৯১ |
স্টিপার কাম রিটাচার | ০১ |
সহকারি (ডাক অধিদপ্তর) | ০৪ |
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর | ০৬ |
উপজেলা পোস্টমাস্টার | ৯৬ |
কম্পিউটার অপারেটর | ০১ |
মনোটাইপ কি–বোর্ড অপারেটর | ০১ |
উচ্চমান সহকারী | ০৩ |
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর |
|
পদের নাম | পদ সংখ্যা |
ক্যাশিয়ার | ০১ |
মেশিনম্যান | ০১ |
অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট | ০৪ |
ড্রাফটসম্যান | ০১ |
ড্রাইভার (ভারী) | ০২ |
ড্রাইভার (হালকা) | ০২ |
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ০৫ |
মেশিনিস্ট | ০১ |
ডাটা এন্ট্রি অপারেটর | ০৪ |
পোস্টাল অপারেটর |
পদের নাম | পদ সংখ্যা |
গ্রেনিং মেশিনম্যান | ০১ |
সহকারি মেশিনম্যান | ০১ |
বাউন্ডার হেল্পার | ০১ |
ইনকম্যান | ০২ |
প্যাকার | ০২ |
পোর্টার | ০১ |
অফিস সহায়ক | ১৬ |
নিরাপত্তা প্রহরী | ০১ |
পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) | ০২ |
পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার) |
আবেদনের শেষ তারিখ ১১/০৮/২০২১
অনলাইন আবেদন পদ্ধতি
প্রার্থীর বয়স ১১ আগস্ট ২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনের সময় অবশ্য পদ অনুসারে আবেদন ফি প্রদান করতে হবে। ফির পরিমাণ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।
Leave a Reply