পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক নতুন নিয়মে

নতুন নিয়মে যেভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করবেন বিস্তারিত দেখুন। আজকে আমরা নতুন ওয়েবসাইট থেকে ভিসা চেক করার পদ্ধতি সম্পর্কে জানব। এর আগে আমরা enjazit নামক একটা ওয়েবসাইট থেকে ভিসা চেক করতাম। এখন আর সেই ওয়েবসাইট থেকে চেক করা যায় না। এখন আপনাকে নতুন একটা ওয়েবসাইট থেকে নতুন নিয়মে চেক করতে হবে। কোন ওয়েবসাইট থেকে কিভাবে চেক করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ পড়ুন।

যারা প্রথম অবস্থায় ভিসা আবেদন করে তখন তারা মোফা চেক করতে পারেন। মোফা হচ্ছে প্রথম অবস্থায় ভিসা  প্রসেসিঙ্গের সময় যে ইনফরমেশনগুলো দেখায়। কিভাবে মোফা চেক করবেন সেটা নিচে দেওয়া আছে।

 

নতুন নিয়মে সৌদি ভিসা চেক

আমরা যখন সৌদি ভিসা চেক করতে যাবো, প্রথমেই আমাদেরকে একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ভিসা চেক করার জন্য নিচে দেওয়া স্টেপগুলো ফলো করুন।

১।প্রথমে আপনি আপনার মোবাইল অথবা ডেক্সটপের যেকোনো একটা ব্রাউজারে প্রবেশ করুন। যেমনঃ গুগল ক্রোম ব্রাউজার, মজিলা ফাইয়ার ফক্স, ব্রেভ ব্রাউজার ইত্তাদি।

২। এবার আপনি (visa.mofa.gov.sa)এটা লিখে সার্চ করুন।

৩।ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এমন দেখতে পাবেন।

৪। সাইটটা সম্পূর্ণ আরবিতে দেখতে পাবেন যা আমরা বুঝতে পারব না। তাই এটা ইংরেজি করার জন্য মেনুতে থাকা E তে ক্লিক করুন।

৫। এবার দেখবেন সম্পূর্ণ সাইট ইংরেজিতে হয়ে গেছে।ইংরেজি হওয়ার পর নিচে দেখবেন ৩টা অপ্সহন আছে। Visitors, Citizens and Residents আর Business and Entities

৬। এখান থেক মাঝখানে থাকা Citizens and Residents এই অপ্সহনে ক্লিক করব। এটাতে যাওার পর একটু নিচের দিকে আসলে Visa Delegations নামক একটা অপশন পাবো এবং তার নিচে থাকা  Apply তে ক্লিক করব।

৭। এখানে ক্লিক করার পর নিচে ডান দিকে Agree তে ক্লিক করব।

৮। এখানে ক্লিক করার পর ভিসা চেক করার অপ্সহন আমাদের সামনে চলে আসবে।

৯। এখন এখানে থাকা বক্সে আমাদের ইনফরমেশন দিতে হবে যেমন Visa Issued Number,Sponsor ID। আর এই দুইটাই  আপনার ভিসার মদ্ধে থাকবে। তারপর Visa Issuing Authority এখানে ঢাকা দিতে হবে। তারপর নিচে ইমেজের মদ্ধে কিছু সংখা লেখা থাকবে অইগুলো দেখে দেখে অই বক্সে বসাতে হবে। তারপর সার্চ অপশনে ক্লিক করতে হবে।

১০। এখন সার্চ দেওয়ার পর এখানে দেখবেন সকল ইনফরমেশন চলে আসবে। এখানে যদি আপনার নাম ও আপনার ইনফরমেশন না আসে তাহলে বুঝবেন আপনার ভিসা হয় নি।

 

MOFA visa check | নতুন অবস্থায় মোফা ভিসা চেক

মোফা চেক করার জন্য প্রথমত অই ওয়েবসাইটেরই এই পেজে যেতে হবে visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData। তাপর একই ভাবে যদি আরবিতে থাকে তাহলে E তে ক্লিক করে ইংরেজি করে নিতে হবে।

এখন আপনাকে নিচে থাকা বক্স পুরন করতে হবে। Passport Number এর জাইগায় আপনার পাসপোর্ট নাম্বার দিবেন। Visa Type সাধারনত আমরা ওয়ার্ক ভিসাতেই যাই আপনার অন্য কোনো ভিসা হলে সেটা সিলেক্ট করবেন। Current Nationality তে বাংলাদেশ সিলেক্ট করবেন। Visa Issuing Authority এখানে ঢাকা দিবেন। তারপর ইমেজের মদ্ধে যেই সংখা অক্ষর  লেখা থাকবে সেগুলা দেখে দেখে অই বক্সে বসাতে হবে। সর্বশেষ নিচে ডান্দিকে থাকা সার্চ অপশনে ক্লিক করুন।

এখানে ক্লিক করার পর আপনার ইনফরমেশন যদি আসে তাহলে বুঝতে হবে আপনার ভিসা প্রসেসিং চলছে। এখানে আপনার ইনফরমেশন গুলো আপনি পড়লেই বুঝতে পারবেন আপনার ভিসার বর্তমান অবস্থা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*