নিজ সম্পর্কে ৫ টি বাক্য বাংলায় বা ইংরেজিতে প্রত্তেকেরই বলতে পারা প্রয়োজন। যদি কোনো চাকরির ইন্টারভিউতে নিজের সম্পর্কে বলতে বলে তখন আমাদের পূর্ব প্রস্তুতি না থাকলে আমরা একটু ঘাবড়ে যাই। যাই হোক আজকের পোস্ট সম্পূর্ণ পড়লে আপনিও নিজের সম্পর্কে বাংলায় বা ইংরেজিতে কিছু বলতে পারবেন।
নিজ সম্পর্কে ৫ টি বাক্য বাংলায়
এখানে আমি আপনাদের সাথে যেই পাচটি বাক্য শেয়ার করব এটা পনি যেকোন জাইগায় কাজে লাগাতে পারবেন।
১. আমার নাম……………।
২.আমি ………… থেকে এসেছি।
৩. আমি……… বাস করি।
৪.আমি …………… জন্মগ্রহন করেছি।
৪. আমি………………… বিশ্ববিদ্যালয় থেকে ……………অর্জন করেছি।
৫.আমি একজন মুসলিম এবং জীবনে ইসলামের পথে চলে জীবনকে পরিচালনা করতে চাই।
আরো পড়ুনঃ বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে শিখে নিন
নিজ সম্পর্কে ৫ টি বাক্য ইংরেজিতে
বাংলাতে আমরা সবাই কম বেশি বলতে পারলেও ইংরেজিতে বলতে বেশির ভাগ মানুষেরই একটু সমস্যা হয়। আগে থেকে এ বিষয় গুলো মাথায় রাখলে আর কোনো সমস্যা হয় না। আমরা বাংলাতে যেই বাক্যগুলো ব্যবহার করেছি সেগুলোই আবার ইংরেজিতে বলতে পারি। চলুন নিজের সম্পর্কে ইংরেজিতে কয়েকটি বাক্য শিখে নেই।
1.My name is …………….
2.I am from ……………….
3. I live in …………….
4. I was born………..
5.I have completed …………. from …………….
আসলে নিজের সম্পর্কে কয়েকটি বাক্য বলা খুব কঠিন কিছু না। তারপরও আপনারা গুগলে অনেকেই এটা লিখে সার্চ করছেন যার কারনে আপনাদের জন্য এই বিষয়টা কভার করলাম। এরকম ছোট ছোট বিষয় জানার থাকলেও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপ
Leave a Reply