চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন ২০২৩

চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন যেভাবে করবেন বিস্তারিত পাবেন আজকের লেখাতে। নানান কারনে আমাদের চাকরি থেকে অব্যাহতির  প্রয়োজন পড়তে পারে। কিন্তু প্রতিটা কাজের একটা সিস্টেম থাকে। আমরা চাইলেই হটাৎ করে অফিসে যাওয়া বন্ধ করে দিতে পারি না। যেকোনো চাকরি ছাড়ার জন্য আমাদের একটা দরখাস্ত দিতে হয়। আর এই দরখাস্তর নামই হচ্ছে রিজাইন লেটার বা অব্যাহতি পত্র।

 

আপনি নিশ্চয় একজন চাকরিজীবী এবং আপনি আপনার বর্তমান চাকরিটা যেকোনো কারনে ছাড়তে চাচ্ছেন।ঠিক এই কারনেই গুগলে সারচ করেছেন এবং আমাদের এই পোস্টটা খুজে পেয়েছেন। তবে আপনি সঠিক জাইগায় এসেছেন আমরা আজকে জানব কিভাবে একটা অব্যাহতি পত্র লিখতে হয়।

 

চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন বাংলা

চাকরি থেকে ইস্তফা বা রিজাইন নেওয়ার জন্য দরখাস্ত কিভাবে লিখবেন দেখে নিন। নিচে দেওয়া ধাপগুলো ফলো করলে খুব সহজেই আপনি একটা রিজাইন লেটার বা অব্যাহতি পত্র লিখতে পারবেন। আবেদন পত্রটি লেখার জন্য যদিও আপনি ভগালো একটা কাগজ ব্যবহার করে লিখতে পারেন, তবে সব থেকে ভালো হয় কম্পিউটার দিয়ে লিখে প্রিন্ট করে নেওয়া।

  • প্রথমত, আপনি যে তারিখে এটা জমা দিবেন সেই তারিখ লিখবেন।
  • তারপর বরাবর যার কাছে লিখছেন তার পদের নাম এবং তারপর ঠিকানা।
  • এবার লিখবেন বিষয় এখানে লিখতে পারেন চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন।
  • তারপর জনাব লিখে একটা কমা দিতে হবে।
  • অই লাইনের নিচের লাইন থেকে দরখাস্ত লেখা শুরু করবেন। এটা আসা করি সবাই লিখতে পারবেন। আর না পারলে নিচে দেওয়া নমুনা থেকে আইডিয়া নিতে পারেন।
  • চেষ্টা করবেন সংক্ষেপে পুরো বিষয়বস্তু তুলে ধরতে।
  • প্রথম দিকে খুব গুছিয়ে ভেবে ভেবে লিখবেন যাতে যে পড়ছে সে আগ্রহ নিয়ে পুরোটা পড়ে।
  • এবার নিচে লিখবেন নিবেদক আপনার নাম, আপনার পদের নাম, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা।
  • লেখার পর সম্পূর্ণ টা ভালো করে পড়ে নিবেন কোনো ভুল ত্রুটি আছে কি না।

দরখাস্ত চাকরি থেকে অব্যাহতি পত্র নমুনা pdf

চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন

 

 

গার্মেন্টস চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন

যেকোনো চাকরির জন্যই উপরে দেওয়া পদ্ধতে লিখতে পারবেন। তবে আপনাদের সুবিধার জন্য ইন্টারনেট থেকে সংরহ করা একটা নমুনা নিচে দেওয়া হল। যেখান থেকে আপনারা খুব সহজেই ধারনা নিতে পারবেন।

 

গার্মেন্টস রিজাইন লেটার ছবি

গার্মেন্টস রিজাইন লেটার ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*