এইমাত্র পাওয়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২১ প্রকাশ হল। প্রতিষ্ঠানটিতে ছয়টি পদে জনবল নেওয়া হবে। প্রার্থীদের নিজ হাতে আবেদনপত্র লিখতে হবে। কম্পিউটারে টাইপ করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২১
উপসহকারী প্রকৌশলী (পুর) ও উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে যেকোনো জেলার নাগরিক আবেদন করতে পারবেন। তবে কার্যসহকারী, সার্ভেয়ার, নিরাপত্তাপ্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী পদে শুধু খুলনা, বাগেরহাট ও যশোর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
পদের নামঃ |
উপসহকারী প্রকৌশলী (পুর) |
পদ সংখ্যাঃ |
০১ |
শিক্ষাগত যোগ্যতাঃ |
পুরকৌশল বিভাগে ডিপ্লোমা ডিগ্রি |
বেতনঃ |
১৬০০০ থেকে ৩৮৬৪০৳ |
বেতন গ্রেডঃ |
১০ |
বয়সঃ |
৩০ বছর এর কম হতে হবে |
পদের নামঃ |
উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) |
পদ সংখ্যাঃ |
০১ |
শিক্ষাগত যোগ্যতাঃ |
বিদ্যুৎ প্রকৌশল বিভাগে ডিপ্লোমা ডিগ্রি |
বেতনঃ |
১৬০০০ থেকে ৩৮৬৪০৳ |
বেতন গ্রেডঃ |
১০ |
বয়সঃ |
৩০ বছর এর কম হতে হবে |
পদের নামঃ |
কার্য সহকারী |
পদ সংখ্যাঃ |
০১ |
শিক্ষাগত যোগ্যতাঃ |
এইচএসসি/সমমান পাস |
বেতনঃ |
৯৩০০ থেকে ২২৪৯০৳ |
বেতন গ্রেডঃ |
১৬ |
বয়সঃ |
৩০ বছর এর কম হতে হবে |
পদের নামঃ |
সার্ভেয়ার |
পদ সংখ্যাঃ |
০১ |
শিক্ষাগত যোগ্যতাঃ |
এসএসসি/সমমান পাস এবং দুই বছর মেয়াদি সার্ভে কোর্স |
বেতনঃ |
৯৩০০ থেকে ২২৪৯০৳ |
বেতন গ্রেডঃ |
১৬ |
বয়সঃ |
৩০ বছর এর কম হতে হবে |
পদের নামঃ |
নিরাপত্তাপ্রহরী |
পদ সংখ্যাঃ |
০১ |
শিক্ষাগত যোগ্যতাঃ |
অষ্টম শ্রেণি পাস |
বেতনঃ |
৮২৫০ থেকে ২০০১০৳ |
বেতন গ্রেডঃ |
২০ |
বয়সঃ |
৩০ বছর এর কম হতে হবে |
পদের নামঃ |
পরিচ্ছন্নতাকর্মী |
পদ সংখ্যাঃ |
০১ |
শিক্ষাগত যোগ্যতাঃ |
অষ্টম শ্রেণি পাস |
বেতনঃ |
৮২৫০ থেকে ২০০১০৳ |
বেতন গ্রেডঃ |
২০ |
বয়সঃ |
৩০ বছর এর কম হতে হবে |
এছাড়াও ফেসবুকে নিয়মিত সার্কুলার পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হোন।
অনলাইন আবেদন পদ্ধতি
প্রার্থীদের নিজ হাতে লিখিত আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা চেয়ারম্যান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা।আবেদন করতে পারবেন আগামী ০২/১২/২০২১ তারিখ পর্যন্ত।
Leave a Reply