বর্তমান সময়ে আন্তর্জাতিক পরিমাপ অনুযায়ী, ১ ভরি সমান হলো, ১১.৬৬ গ্রাম সোনা হবে। তো আমরা যারা বাংলাদেশে বসবাস করি। তারা বিভিন্ন ধরনের অলংকার তৈরির কাঁচামাল কে ভরি তে পরিমাপ করে থাকে।
তো আপনি যখন সোনার কোনো অলংকার তৈরি করার কথা ভাববেন। তখন যদি ১ ভরি সোনা দিয়ে অলংকার তৈরি করতে চান। তাহলে আপনাকে নিশ্চিত হতে পারবেন যে, আপনি ১ ভরি সোনার অলংকার তৈরি করলে। সেখানে আপনি ১১.৬৬ গ্রাম সোনা পাবেন।
ভরি কাকে বলে? | এক ভরি সমান কত গ্রাম সোনা?
যেহুতু আপনি ১ ভরি সোনার ওজন সম্পর্কে জানতে চাচ্ছেন। সেহুতু আপনাকে এই ভরি এর হিসেবে সম্পর্কে পরিস্কার ধারনা রাখতে হবে। কেননা, এখন পর্য়ন্ত ভারতীয় উপমহাদেশ এর মধ্যে বিভিন্ন অঞ্চলে সোনা এবং রুপা পরিমাপের জন্য “ভরি” এর মাধ্যমে পরিমাপ করা হয়।
আর সোনা ও রুপার পরিমাপের দিক থেকে সবথেকে কম ওজন হলো, রতি। এখন আপনার নিকট যদি ৬ রতি সোনা থাকে। তাহলে সেই পরিমান সোনা কে ০১ আনা হিসেবে ধরা হবে। কেননা, ৬ রতি সোনার পরিমাপ হলো, এক আনা।
ঠিক এভাবে যখন আপনার নিকট ১৬ আনা সোনা থাকবে। তখন সেই সোনার পরিমাপ হবে, ০১ ভরি। আবার আপনি যদি এক ভরি সোনার আন্তর্জাতিক হিসেবে পরিমাপ করেন। তাহলে আপনার ১ ভরি সোনার ওজন হবে, ১১.৬৬ গ্রাম।
কত গ্রামে এক আনা সোনা হয়?
আমরা এতক্ষনের আলোচনা থেকে জানতে পারলাম, ১১.৬৬ গ্রাম সোনা এক ভরি হয়। তো যখন আপনার নিকট এক আনা সোনা থাকবে। তখন আপনি যদি সেই সোনার আন্তর্জাতিক ওজন পরিমাপ করেন। তাহলে আপনি দেখতে পারবেন, ০.০৭২৯ গ্রাম সোনা কে ১ আনা সোনা হিসেবে ধরা হয়।
আরো পড়ুনঃ আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে ২০২৩
কত গ্রামে এক ভরি হয়?
১১.৬৬ গ্রামে এক ভরি স্বর্ণ। চলুন এটা কিভাবে বের করবেন সেটা জেনে নিন। আমাদের এই পোস্ট টা যদি আপনি পড়ে থাকেন ( এক কেজি সমান কত ভরি স্বর্ণ) তাহলে আপনি জানেন এক কেজি ০১ কেজি স্বর্ণ = ৮৫.৭৩ ভরি। এটা বোঝার সব থেকে সহজ নিয়ম হচ্ছে ঐকিক নিয়ম। তো চলুন আমরা ঐকিক নিয়মের সাহাযযে হিসাআব টা বের করে ফেলি।
এখন, ০১ কেজি=১০০০ গ্রাম
তাহলে,
৮৫.৭৩ ভরিতে ১ কেজি /১০০০ গ্রাম
১ ভরিতে ১০০০/৮৫.৭৩=১১.৬৬ গ্রাম
আসা করি এবার আপনার বুহতে পেরেছেন।
১৬ আনা সমান কত গ্রাম
১৬ আনা সমান ১.১৬৬৪ গ্রাম । তো চলুন এটা কিভাবে হয় একটু বিস্তারিত জানি। আমরা জানি ১ আনা সমান ০.০৭২৯ গ্রাম। এইখান থেকে আমরা খুব সহজেই বের করতে পারি ১৬ আনা সমান (১৬×০.০৭২৯)= ১.১৬৬৪ গ্রাম।
১ গ্রাম সমান কত আনা
১ গ্রাম সমান ১.৩৭২২১২৬৯ আনা।
কত গ্রামে এক আনা/এক আনা সমান কত গ্রাম/১ আনা কত গ্রাম
০.৭২৮৭৫ গ্রামে এক আনা হয়।
স্বর্ণের হিসেব কিভাবে করা হয়? | কিভাবে সোনার পরিমাপ করা হয়?
বর্তমান সময়ে আপনি যদি সোনার পরিমাপ করতে চান। তাহলে আপনাকে অবশ্যই দুইটি পদ্ধতি ফলো করে স্বর্ণের পরিমাপ করতে হবে। আর সেই পদ্ধতি গুলো হলো,
- গ্রাম হিসেবে সোনার পরিমাপ,
- আনা, রতি হিসেবে সোনার পরিমাপ,
তো বর্তমান সময়ে আপনি এই দুইটি পদ্ধতি তে সোনার পরিমাপ করতে পারবেন। আর আপনি যখন গ্রাম হিসেবে সোনার পরিমাপ করবেন। তখন আপনার ১১.৬৬৪ গ্রাম সোনার পরিমাপ হবে ১ ভরি। ঠিক একই ভাবে আপনি সোনার আনা ও রতির হিসেব পরিমাপ করে নিতে পারবেন।
সোনার ক্যারেট হিসাব কিভাবে করতে হয়?
তো আমরা এতক্ষন ধরে স্বর্ণ পরিমাপ করার একক গুলো সম্পর্কে জানতে পেরেছি। তো এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় যে, সোনার ক্যারেট হিসাব কিভাবে করে। তাহলে কি আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন? -থাক, আপনাকে কোনো প্রশ্নের উত্তর দিতে হবেনা। বরং আমি আপনাকে বলে দিচ্ছি যে, কিভাবে সোনার ক্যারেট হিসেব করে।
দেখুন, যখন আপনি সোনা পরিমাপ করবেন। তখন ৯৬ রতি সোনার পরিমাপ হবে, ১ ভরি। এখন আপনি যদি এই ভরির হিসেবে সোনা পরিমাপ করেন। তাহলে, সোনার ক্যারেট হিসেব করার জন্য আপনাকে ৯৬ রতি সোনা কে ২৪ দিয়ে ভাগ করতে হবে। এবং তারপর আপনার ফলাফল আসবে, ৪. কেননা, ৪ রতি সমান এক ক্যারেট স্বর্ন হয়।
সোনার ওজন পরিমাপ নিয়ে কিছুকথা
প্রিয় পাঠক, বিভিন্ন সময় আমাদের সোনার ওজন পরিমাপ করার প্রয়োজন হয়। তো সেই সময়ে কিভাবে আপনি সঠিক ভাবে সোনার পরিমাপ করতে পারবেন। সেই উপায় গুলো নিয়ে আজকের আর্টিকেলে বিস্তারিত বলা হয়েছে। তো আশা করি, আজকের পর থেকে আপনিও সঠিক পদ্ধতিতে সোনার পরিমাপ করতে পারবেন।
আর আপনি যদি এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য গুলো খুব সহজ ভাষায় জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।
Leave a Reply