একবার কাজ করে আজীবন ইনকাম করুন

একবার কাজ করে আজীবন ইনকাম কথাটা শুনে আবাক লাগছে? অবাক লাগলেও কথাটা সত্যি। অনলাইনে এমন অনেক সুযোগ সুবিধা আছে যার মাধ্যমে আপনি একবার মাত্র কাজ করবেন কিন্তু আপনার ইনকাম হতে থাকবে। অনলাইনে এওরকম অনেক উপায় থাকলেও আমরা আজকে মুলত একটা বিষয় নিয়েই কথা বলব। আপনাদের আগ্রহ থাকলে পরে আরো লেখালিখি হবে এ বিষয় নিয়ে।

ফ্রিল্যান্সার হিসাবে দীর্ঘমেয়াদী আয়ের জন্য আপনাকে অবশ্যই নির্দিষ্ট বিষয় (ছবি, ডিজাইন, ভেক্টর, আইকন, ছবি বা থিম) আয়ত্ত করতে হবে। তারপর মার্কেটপ্লেসে একটি অ্যাকাউন্ট খুলুন এবং আপনার কাজ জমা দিন।

প্রতিবার আপনার কাজ বিক্রি হলে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন। আপনার কোন কাজ বিক্রি হলে মার্কেটপ্লেস আপনাকে কমিশন দেবে। মজার ব্যাপার হল, কাজ যত বেশি বিক্রি হবে, তত বেশি কমিশন পাবেন। ফলে বাজারে ভালো মানের কাজ জমা করে দীর্ঘমেয়াদি আয় করা যায়। আপনি চাইলে একবার চাকরি বিক্রিও করতে পারেন। এক্ষেত্রে শর্ত হল কাজটি অন্য কোথাও বিক্রি বা প্রদর্শনের জন্য দেওয়া যাবে না।

যে মার্কেটপ্লেসগুলি দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ দেয় সেগুলি সাধারণত দুটি উপায়ে কাজ করে৷ একটি কাজ কিছু মার্কেটপ্লেসে জমা দেওয়া হলে, সেই কাজটি অন্য কোথাও বিক্রি করা যাবে না। কিছু মার্কেটপ্লেসে এই ধরনের বিধিনিষেধ নেই। আপনি যে মার্কেটপ্লেসেই কাজ করেন না কেন, আপনি এমন কোনো কাজ জমা দিতে পারবেন না যাতে অন্যদের মেধা সম্পত্তির অধিকার থাকে। আপনাকে অবশ্যই মানসম্পন্ন সৃজনশীল কাজ জমা দিতে হবে। কারণ, আপনার কাজ ভালো মানের না হলে সেগুলো কেউ কিনবে না। ফলে আয় হবে না।

 

একবার কাজ করে আজীবন ইনকামের জনপ্রিয় ৪টি মার্কেটপ্লেস

চলুন জেনে নেওয়া যাক জনপ্রিয় মার্কেটপ্লেসগুলো সম্পর্কে যেগুলো দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ দেয়।

Enverto

ভিডিও, গ্রাফিক্স, টেমপ্লেট, ছবি, ত্রিমাত্রিক ফন্ট, ওয়েবসাইট থিম সহ বিভিন্ন ডিজাইন, বিষয়বস্তু Enverto মার্কেটপ্লেসে জমা দেওয়া যেতে পারে। এই মার্কেটপ্লেসে ক্রেতার সংখ্যাও অনেক বেশি। ফলে ভালো মানের কাজ জমা দিয়ে নিয়মিত আয় করতে পারবেন। মার্কেটপ্লেস কাজের মানের উপর ভিত্তি করে 12.5 থেকে 55 শতাংশ পর্যন্ত কমিশন দেয়।

Graphicriver

যদিও Enverto-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, Graphicriver Marketplace গ্রাফিক্স, উপস্থাপনা, আইকন/ভেক্টর, ছবি, ভিডিও, অডিও সহ বিভিন্ন কাজ হোস্ট করতে পারে। মার্কেটপ্লেস সাধারণত গুণমান যাচাই করে কাজ জমা দেয়। ফলে কাজ একবার জমা দিতে পারলে নিয়মিত আয় করা যায়।

Freepik

ফ্রিপিক মার্কেটপ্লেসে ডিজাইন, ভেক্টর, আইকন, ছবি বা থিম জমা দিয়ে উপার্জন করুন। মার্কেটপ্লেস অন্যদের বিনামূল্যে বা অর্থের জন্য বিভিন্ন কাজ ব্যবহার করার অনুমতি দেয়। একটি কাজ 1,000 বার ডাউনলোড হলে মার্কেটপ্লেস ন্যূনতম $15 প্রদান করে। বিক্রি করা কাজ থেকে কমিশনও পাওয়া যায়।

Bigstock

Bigstock (www.bigstockphoto.com) ফটো এবং ভিডিও ব্যবহারের জন্য একটি জনপ্রিয় মার্কেটপ্লেস। মার্কেটপ্লেসে ইমেজ, ভেক্টর, ইলাস্ট্রেশন বা ভিডিও রাখলে দীর্ঘমেয়াদী আয় করা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*