আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচসহ বিস্তারিত জেনে নিন

আপনি যদি আর্মি মেডিকেলে পড়তে চান, তাহলে আজকের এই লেখাটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারন, একজন শিক্ষার্থীর আর্মি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে, কত টাকা খরচ হবে এই যাবতীয় তথ্য গুলো আজকে জানিয়ে দিবো। তাই অবশ্যই আপনি আজকের পুরো লেখাটি মন দিয়ে পড়ুন। তাহলে আপনি আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচসহ বিস্তারিত জেনে নিতে পারবেন।

 

আর্মি মেডিকেল কলেজ কি? 

আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যে কলেজ এর প্রতিষ্ঠা করা হয়েছে। সেই কলেজ গুলো কে বলা হয়, আর্মি মেডিকেল কলেজ। আর বর্তমান বাংলাদেশ এর মধ্যে মোট ৫ টি আর্মি মেডিকেল কলেজ আছে। আর আমরা সাধারন ভাবে এই কলেজ গুলোকে আর্মি মেডিকেল কলেজ বললেও। উক্ত কলেজ গুলোকে বলা হয়, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ।

আরো পড়ুনঃ মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার খরচসহ বিস্তারিত জেনে নিন

আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ কত?

দেখুন, আপনি যেকোনো কলেজ থেকে পড়াশোনা করুন না কেন। আপনাকে অবশ্যই নির্দিষ্ট পরিমানে খরচ বা অর্থ ব্যয় করার প্রয়োজন হবে। ঠিক তেমনি ভাবে যখন আপনি আর্মি মেডিকেল কলেজে পড়তে চাইবেন। তখনও আপনাকে আর্মি মেডিকেল কলেজ এর নির্ধারিত খরচ করতে হবে। আর সেই খরচের তালিকা গুলো নিচে দেওয়া হলো। 

তবে যেহুতু আপনি আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ জানতে চান। সেহুতু আপনাকে শুরুতেই একটা কথা বলা উচিত। সেটি হলো, আর্মি মেডিকেল কলেজে পড়তে কত টাকা খরচ হবে। তা কিন্তুু দুইটি পদ্ধতি অনুসরন করে নির্ধারন করা হয়। যাকে আর্মি মেডিকেল কলেজ এর ভাষায় বলা হয়, সেকশন।

অর্থ্যাৎ এখানে আপনি মোট ০২ টি সেকশন দেখতে পারবেন। যেমন, আর্মি পার্সনেলএবং নন-আর্মি পার্সনেল। আর এই দুইটি সেকশনে পড়ার খরচ এর দিক থেকেও ভিন্নতা আছে। যা আপনি নিচের তালিকা থেকে দেখে নিতে পারবেন।

এখানে দেখুনঃ  আমাদের বাংলাদেশের মোট ৫ টি আর্মি মেডিকেল কলেজের খরচ ভিন্ন হতে পারে। তাই আপনি যে আর্মি মেডিকেল কলেজে ভর্তি হতে চান। সেই কলেজ এর ওয়েবসাইট থেকে আপডেট তথ্য গুলো জেনে নিবেন। 

আরো পড়ুনঃ বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে শিখে নিন

 

আর্মি মেডিকেলে পড়ার খরচ (আর্মি পার্সনেল)

আপনি যদি আর্মি পার্সনেল হয়ে আর্মি মেডিকেল কলেজে পড়াশোনা করতে চান। তাহলে আপনাকে কলেজে পড়ার জন্য যে পরিমান খরচ করতে হবে। সেই খরচের তালিকা গুলো নিচে উল্লেখ করা হলো। যেমন,

  1. এডমিশন ফি এর পরিমানঃ ১৩ লক্ষ ৫০ হাজার টাকা মাত্র।
  2. ইন্টারনি ফি এর পরিমানঃ ১ লক্ষ ৮০ হাজার টাকা মাত্র। 
  3. টিউশন ফি এর পরিমানঃ প্রতি কোর্স ৮৪ হাজার টাকা। আর মোট কোর্স হবে ৪ টি, অর্থ্যাৎ সম্পূর্ণ কোর্সের খরচ হবে, ৩ লক্ষ ৩৬ হাজার টাকা।
  4. সর্বমোট খরচ এর পরিমানঃ ২৬ লক্ষ ৭৫ হাজার টাকা। (অন্যান্য যাবতীয় খরচ সহো)

তো উপরে আপনি যে আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ দেখতে পাচ্ছেন। সেটি শুধুমাত্র আমি পার্সনেল এর জন্য প্রযোজ্য। তবে যদি আপনি আর্মি নন-পার্সনেল হিসেবে পড়াশোনা করতে চান। তাহলে আপনার খরচের পরিমান আলাদা হবে।

আরো পড়ুনঃ স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য বাংলা এবং ইংরেজিতে শিখে নিন

 

আর্মি মেডিকেলে পড়ার খরচ (আর্মি নন-পার্সনেল)

এখন আপনাদের মধ্যে যারা নন-পার্সনেল ভাবে আর্মি মেডিকেল কলেজে পড়াশোনা করতে চান। তাদের জন্য যে পরিমান খরচের পরিমান নির্ধারন করা হয়েছে। সেই খরচের তালিকা টি নিচে দেওয়া হলো। যেমন,

  1. সর্বমোট খরচ এর পরিমানঃ ৩০ লক্ষ ৫০ হাজার টাকা মাত্র। (অন্যান্য খরচ সহো)
  2. টিউশন ফি এর পরিমানঃ ৩ লক্ষ ৩৬ হাজার টাকা। 
  3. ইন্টারনি ফি এর পরিমানঃ ১ লক্ষ ৮০ হাজার টাকা।
  4. এডমিশন ফি এর পরিমানঃ ১০ হাজার টাকা।

উপরের আর্মি মেডিকেলে পড়ার খরচের তালিকা থেকে আমরা দেখতে পাচ্ছি। যদি আপনি নন পার্সনেল হিসেবে আর্মি মেডিকেল কলেজে পড়াশোনা করতে চান। তাহলে আপনাকে কিছু টাক বেশি ব্যয় করার প্রয়োজন হবে।

 

আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ নিয়ে কিছুকথা

দেখুন, আমাদের বাংলাদেশ এর মধ্যে মোট ৫ টি আর্মি মেডিকেল কলেজ আছে। তবে কলেজ ভেদে এই খরচ এর পরিমান কমবেশি হতে পারে। তাই আপনি যে কলেজে ভর্তি হতে চান। সবার আগে আপনি সেই কলেজ এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে সবকিছু জেনে নিবেন।

আর আপনি যদি আর্মি মেডিকেল কলেজ সম্পর্কে আরো কিছু জানতে চান। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, আর্মি মেডিকেল কলেজের খরচ জানতে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*